
বাংলাদেশের নাগরিকদের বিদেশে যাতায়াতে সহায়তা প্রদানের লক্ষে্ ১৯৬২ সালে একটি পরিদপ্তর হিসেবে জোনাল কার্যালয়, ঢাকা এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,ও খুলনা নিয়ে বর্তমান বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর কার্যক্রম শুরু হয়। স্বাধীনতাত্তোরকালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রুপে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ঢাকায় অবস্হিত অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,ও খুলনা অফিস সমন্বয়ে কার্যালয়ের সংখ্যা হয় ৬(ছয়) টি। ২০১০ সালে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি (আইসিএও) এর গাইডলাইন এর সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা(এমআরভি) প্রদান কার্যক্রম শূরু হয়। সেই সঙ্গে ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস স্হাপিত হলে অফিসের সংখ্যা হয় ৩৪(চৌত্রিশ) টি। এছাড়া ৬টি ভিসা সেল ও ৯টি ইমিগ্রশন চেকপোস্ট সৃজিত হয়। ২০১১ সালে আরো ৩৩(তেত্রিশ) টি আঞ্চলিক পাসপোর্ট অফিস সৃজিত হয়। বর্তমানে দেশের প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস স্হাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া বিশ্বের ৬৫টি বাংলাদেশী মিশনে এমআরপি ও এমআরভি প্রকল্প বাস্তবায়িত হয়েছে । বর্তমানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের জনবল ১১৮৪ জন। ২০১৫ সালের ১৪ মে পর্যন্ত ১,০৫,০০,০০০ টি মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) ও ১,০০,০০০টি মেশিন রিডেবল ভিসা(এমআরভি) প্রদান করা হয়েছে।
ভিশন
পাসপোর্ট প্রত্যাশি সকল বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট প্রদান এবং বিদেশীদের বাংলাদেশে গমনাগমন /অবস্থানের জন্য ভিসা প্রদান।
মিশন
# জনসংখ্যা, ভৌগলিক অবস্থান, পাসপোর্টের চাহিদা মোতাবেক দেশে এবং বহির্বিশ্বে প্রয়োজনীয় সংখ্যক পাসপোর্ট অফিস স্থাপন ।
#সহজ ও দ্রুততম উপায়ে আন্তর্জাতিক/অফিসিয়াল/কুটনৈতিক পাসপোর্ট প্রদান।
# মেশীন রিডেবল পাসপোর্ট (MRP) ও মেশিন রিডেবল ভিসা (MRV) প্রদানপূর্বক বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার গ্রহনযোগ্যতা বৃদ্ধি ।
# বিদেশীদের বাংলাদেশে নির্বিঘ্নে অবস্থান ও গমনাগমনের জন্য দ্রুততম সময়ে ভিসার মেয়াদবৃদ্ধি ও দেশত্যাগের অনুমতি প্রদান ।