উদ্দেশ্য: চিত্রাংকন বিষয়ে প্রশিক্ষণার্থীসহ অন্যান্য শিশুদের মেধার স্বীকৃতি। উপকারভোগী শিশুর সংখ্যা: বছরে গড়ে অর্ধ লক্ষ শিশু সরাসরি এ কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত হয়।
কর্মসূচীর বিবরণ: চিত্রাংকনের প্রশিক্ষণার্থীরা তাদের কোর্স সমাপ্ত করে অন্যান্য সকল শিশুর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে শিশু চিত্রাংকন প্রদর্শনীর আয়োজন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের উৎসাহিত করা হয়। বাস্তবায়ন এলাকা: কেন্দ্রীয় কার্যালয় ও ৬৪টি জেলা।