লাইব্রেরী

লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয়

উদ্দেশ্য: বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় ও ৬৪টি জেলা শাখার লাইব্রেরীগুলোকে সম্পৃক্ত করা।

উপকারভোগী শিশুর সংখ্যা: বছরে গড়ে চার লক্ষ শিশু একাডেমীর লাইব্রেরীতে আসে।

কর্মসূচীর বিবরণ: কেন্দ্রীয় এবং জেলা শাখার লাইব্রেরীর জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বইয়ের তালিকা অনুযায়ী শিশুতোষ বই ক্রয় করা  হয়।চিত্রাংকনের প্রশিক্ষণার্থীরা তাদের কোর্স সমাপ্ত করে অন্যান্য সকল শিশুর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে শিশু চিত্রাংকন প্রদর্শনীর আয়োজন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের উৎসাহিত করা হয়।

বাস্তবায়ন এলাকা: কেন্দ্রীয় কার্যালয় ও ৬৪টি জেলা।

লাইব্রেরী ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উদ্দেশ্য: শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং লাইব্রেরীর প্রতি আকৃষ্ট করা।

উপকারভোগী শিশুর সংখ্যা:  বছরে প্রায় ১৫ হাজার শিশু সরাসরি এই কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত হয়।

কর্মসূচীর বিবরণ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সংখ্যক শিশু লাইব্রেরীতে এসে নির্দিষ্ট একটি বইয়ের উপর পড়াশুনা করে। পরবর্তীতে সেই বইয়ের উপর মুক্ত আলোচনা, বিতর্ক, বক্তৃতা, রচনা লেখা, সৃজনশীল রচনা, সরবপাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন এলাকা: কেন্দ্রীয় কার্যালয় ও ৬৪টি জেলা।

লাইব্রেরীতে ভর্তির আবেদন