BCS Question Bank

About This App

Home
10th BCS প্রশ্নপত্র
Go back

1. আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে-

2. শুদ্ধ বানান কোনটি?
3. গুরুচন্ডলী দোষমুক্ত কোনটি?
4. কবর নাটকটির লেখক –
5. উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
6. শুদ্ধ বাক্য কোনটি?
7. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয় –
8. রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ- 9. কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? 10. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? 11. বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? 12. আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা- 13. শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত – 14. কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? 15. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে? 16. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’র রচয়তা- 17. কোনটি তদ্ভব শব্দ? 18. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? 19. Choose the correct alternative to complete the sentence. “ He – to see us he had been able to” 20. Choose the correct sentence. 21. Choose the correct sentence. 22. Choose the correct sentence. 23. Choose the correct answer. How long did you wait- 24. What will be the correct preposition to complete the sentence? "I am not bad.... tennis." 25. What is the antonym of gentle'? 26. What is the synonym of 'Jovial?' 27. What is the synonym of 'Competent? 28. Who is the auther of "A Farewell to Arms"? 29. Who is the auther of "Animal Farm"? 30. Who is the author of "India Wins Freedom"? 31. what kind of noun is "Cattle"? 32. What kind of noun is "Girl"? 33. What is the meaning of "White Elephant"? 34. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- 35. পাহাড়পুড়ের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? 36. বাংলাদেশে চীনামাটির সন্তান পাওয়া গেছে- 37. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- 38. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন- 39. পাখি ছাড়া “বলাকা ও দোয়েল “নামে পরিচিত হচ্ছে- 40. অগ্নশ্বির” কানাইবাশী” “মোহনবাশী” “বীটজবা” কি জাতীয় ফলের নাম? 41. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 42. কোন মুঘলসম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? 43. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর – 44. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদশনীতে স্থান পায়? 45. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 46. পূর্বাশাদ্বীপের অপর নাম- 47. সার্ক প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়- 48. আরব রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন? 49. পি.এল. ও সদর দপ্তর ছিল- 50. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন- 51. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্ধী ছিল- 52. সাধারন পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়- 53. বর্তমানে জাতি সংঘের সদস্য সংখ্যা- 54. ইসলামী সম্মেলন সংস্থার মহাসচীবালয় অবস্থিত- 55. যে দেশ এস,ডি আই প্রতিরক্ষা কর্মসুচী গ্রহন করেছে- 56. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কে বলা হয়- 57. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানী আত্নসমার্পন করে- 58. কংগোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরনীয় নাম- 59. হিরোসিমায় এটোম বোমা ফেলা হয়েছিল- 60. নিকারাগুহার যে বিদ্রহীদের যুক্তরাষ্ট সমার্থন করে তার নাম- 61. আই,এম,এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 62. ব্যাবলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? 63. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? 64. নিচের কোন সংখ্যাটি মৌলিক? 65. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মান খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? 66. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ যদি a হয় তবে ক্ষেত্রফল হবে- 67. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত? 68. টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 69. ত্রিভুজ ABC এর BE=EF=CF। ABC ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট? 70. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত? 71. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলিয়ামের মিশ্রনের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে? 72. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 73. 74. সরল সুদের হার শতকরা কত হলে যে কোন মূলধন ৮ বৎসরে সুদে আসলে ৩ গুন হবে? 75. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনি ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবারে চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল? 76. 77. 78. ত্রিভুজের একটি কোন উহার অপর দুটি কোনের সমষ্টির সমান হলে ত্রিভুজটি- 79. নবায়ন যোগ্য শক্তি উৎসের একটি উদাহরন হলো- 80. প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারন- 81. যে তিনটি মুখ্য বর্নের সমন্বয়ে অন্যান্য বর্ন সৃষ্টি করা যায় সেগুলি হল- 82. ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ন যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল- 83. মাছ অক্সিজেন নেয়- 84. কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো- 85. সাধারন ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে? 86. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রোভোল্টেজ ব্যবহার করার কারন- 87. সংকর ধাতু পিতলের উপাদান হল- 88. আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহন করে- 89. পৃথিবীর ঘুর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না- 90. নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়- 91. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা – 92. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়,তাকে বলা হয়- 93. জলজ উদ্ভিদ অনেক ভাসতে পারে কারন- 94. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্ধী ছিল- 95. নিকারাগুহার যে বিদ্রহীদের যুক্তরাষ্ট সমার্থন করে তার নাম- 96. বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষনা হয়েছিল ? 97. গনপ্রজাতন্ত্রি বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- 98. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায়- 99. বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? 100. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের জন্য প্রথম এসেছিল-

Home
BCS Question Bank
Go back

About Developer

This Apps Developed For Mozila OS.My Name Is Md Sagor. I am Not Professional Apps Developer. Some Time I Develop Apps For People That They Can Help From My Apps. Now Days Mozila OS Is Uncommon In Bangladesh. So I Develop Apps For Mozila OS. If My Apps Can Help You Than Don't Forget To Say Thanks In Facebook.Md Sagor