রক্তপাত

  • কেটে যাওয়া স্থানটিতে পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে চেপে রাখতে হবে যাতে রক্তপাত বন্ধ হয়ে আসে।

  • রক্তপাত বন্ধের জন্য ক্ষতস্থানের ঠিক উপরে কাপড়/ব্যান্ডেজ শক্তভাবে বাঁধা যেতে পারে।লক্ষ্য রাখতে হবে, কাটা স্থানে যেন ধুলাবালি লেগে না থাকে ।

  • চেপে ধরার পরেও রক্তপাত বন্ধ না হলে, কাটাস্থানে কচি দূর্বাঘাস এর রস লাগালে রক্তপাত বন্ধ হয়।

  • মাথায় আঘাত পেয়ে ফুলে গেলে সেখানে বরফ বা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে চেপে ধরুন।