আহত স্থানে ব্যথা অনুভূত হবে।
সন্ধিস্থল ফুলে যাবে।
আহত স্থানের বর্ণ পরিবর্তিত হয়ে লাল বা নীলবর্ণ ধারণ করা।
স্বাভাবিক ভাবে নড়াচড়া করা যাবে না।
হাঁটাচলার সময় আহত স্থানে ব্যথা বৃদ্ধি পাবে।
আঘাতের সাথে সাথে আহত স্থানে ঠাণ্ডা পানি বা বরফ লাগানোর ব্যবস্থা করতে হবে।

আহত স্থানটি নড়াচড়া করতে দেয়া যাবে না। মচকানো স্থানটি যথাসম্ভব আরামদায়ক অবস্থায় রাখতে হবে। প্রয়োজনে কাপড় বা ব্যান্ডেজ বাঁধতে পারেন যাতে নড়াচড়া কম হয় এবং ফুলে না যায়।
